আনোয়ারা উপজেলার ঝিওরী সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে কাল ১ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে-ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসম্মেলন, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, মায়ের পূজা, ভোগ নিবেদন, গীতাপাঠ, সমবেত প্রার্থনা, আরতি ও ধুনুচি নৃত্য, অন্নপ্রসাদ আস্বাদন, দশমীবিহিত পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, প্রতিমা বিসর্জন। ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন স্বামী তাপসানন্দ গিরি মহারাজ। প্রধান অতিথি থাকবেন আনোয়ারা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন। প্রধান বক্তা থাকবেন পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি থাকবেন নিউটন সরকার। গীতাপাঠ করবেন গীতাপাঠক বিধান চৌধুরী। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলকে উপস্থিত থাকার জন্য জগদ্ধাত্রী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরুপ দত্ত মাধব ও সাধারণ সম্পাদক অজয় দত্ত অনুরোধ জানিয়েছেন।
সীতাকুণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম : সীতাকুণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে কাল থেকে ৩ দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পর্বে রয়েছে- শ্রীশ্রী চন্ডীপাঠ, মায়ের পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, হোম, মাতৃসঙ্গীত, প্রসাদ বিতরণ এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেবীর দশমী বিহিত পূজারম্ভ ও পূজা শেষে দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে।
রাউজান পশ্চিম গুজরা : শ্রীশ্রী জগদ্বাত্রী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জগদ্বাত্রী মায়ের পূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কার্যকরী কমিটির সভাপতি আশুতোষ মহান। কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনায় পুরোহিত শিব শংকর ভট্টচার্যের গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। দুইদিনব্যাপী অনুষ্ঠান মালায় ১ম দিন মঙ্গলবার ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় জদদ্বাত্রী শিল্পীগোষ্ঠী ও রাতে ধর্মীয় পাল্টা কীর্তন পরিবেশনায় কবিয়াল জিনুক সরকার ও নিরঞ্জন ঘোষ। বুধবার শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশনায় প্রদর্শন দেবনাথ ও তাঁর দল এবং রাতে ডিজিটাল সন্ধ্যা আরতী অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালায় দিবা-রাত্রি অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে।