চান্দগাঁও থানা ছাত্রদল : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চান্দগাঁও থানা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১লা জানুয়ারি চান্দগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাপ্পীর নেতৃত্বে মিছিল নিয়ে বহদ্দারহাট হতে বিপ্লবী উদ্যানে গিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বর্ণাঢ্য র্যালিতে যোগ দেয়। চান্দগাঁও থানা সদস্য সচিব আনোয়ার হোসেন বাপ্পী তার বক্তব্যে বলেন, গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগের সংগঠন এই ছাত্রদল। জুলাইয়ের ছাত্র–জনতার আন্দোলনে শহীদ হয়েছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ওয়াসিম তার আত্মত্যাগের রক্ত এই আন্দোলনের বিজয়ে প্রথম সারিতে ছিলেন। গত ১৬ বছর এই ছাত্রদল আন্দোলনে সংগ্রামে প্রথম সারিতে থেকে বহু নেতাকর্মী শহীদ হয়েছে, গুম, পঙ্গুত্ব বরণ করেছেন। র্যালিতে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো: সাফায়েত হোসেন, মো: মামুন, নাহিদুল ইসলাম মহিম, মাসুদ রানা, ও আহ্বায়ক কমিটির সদস্য অনিক বড়ুয়া, আজিজুল হক আবির, মো. সালাউদ্দিন প্রমুখ।
মহানগর ছাত্রদল : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জিএম সালাহউদ্দিন কাদের আসাদের নেতৃত্বে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে র্যালিটি বাকলিয়া এক্সেস রোড শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বহু নেতাকর্মী অংশগ্রহণ করে। কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব আলী জুয়েলের সভাপতিত্বে এবং চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সঞ্চালনায় র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিএম সালাহউদ্দিন কাদের আসাদ বলেন, ছাত্রদল হলো স্মার্ট এবং মেধাবীদের সংগঠন। ২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রদল ছিল সম্মুখ যোদ্ধা। ১৪৩ জন ছাত্রদল নেতাকর্মী শহীদ হয়েছে এ লড়াইয়ে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ–সভাপতি ইসমাঈল হোসেন মানিক, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ সেতাব, সিফাতুল রাফসান, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেন, আজিজুল হক, মোরশেদ নয়ন, আশিক, আদর, রাজু, ফাহিম, ইব্রাহিম, মিজান, বাকলিয়া থানা ছাত্রদল নেতা মো: আবির, আবিদ আব্দুল্লাহ তাকরিম, সাকিব, সাজ্জাদ, জুয়েল, আরফাত, আশেকান আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, রাজ্জাক, খুলশী থানা ছাত্রদল নেতা মো: রাজু, রাসেল, সুমন, আলাউদ্দিন, জাকির, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা মো: সাকিব, সিটি কলেজ ছাত্রদল নেতা সাজ্জাদ, মাহির, বাকলিয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেল উদ্দিন, মো: ফাহিম, দেলোয়ার জাহান, কলেজ ছাত্রদল নেতা মো: জুয়েল, এনএমজি কলেজ ছাত্রদল নেতা হৃদয়, মাহিন, শাকিল প্রমুখ।
ছাত্রদল আনোয়ারা উপজেলা শাখা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি আমানউল্লাপাড়া হয়ে কাফকো সেন্টার বধ্যভূমিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এসে শেষ হয়। র্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রনি। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন জিকু ও সাকিব তালুকদার সাইমন। এতে আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতা অংশগ্রহণ করেন বাদশা, কায়েস, নিজাম, রাফি, মিশু, সায়েম, হাবিব, শুভ, রাকিব, ফোরকান, পামেল, জিকু, আবরার, সুমন, নিহাদ, আহাদ, ইমতিয়াজ হোসেন, মিরাজ, সাকিব, জাবেরসহ নেতৃবৃন্দ।