বিভিন্নস্থানে খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, গহিরায় বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপজেলা বিএনপি শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। গতকাল রোববার সমাজ সেবক মরহুম হানিফ খোন্দকার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম৬ রাউজান নির্বাচনী আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা ছিলেন ব্যরিস্টার তারেক আকবর খোন্দকার। উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাসান মাহমুদ জসিম, আবু আহমেদ, ইফতেখার উদ্দিন খান প্রমুখ।

জাতীয়তাবাদী ক্রীড়া দল চট্টগ্রাম : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল চট্টগ্রামের উদ্যোগে গত শনিবার বাদ মাগরিব চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ হাবিব এলাহী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য ও জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন, চবি’র সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, মো. মামুন উদ্দিন, নাজিম উদ্দীন নাজু, কামরুল হাসান, আরিফুর রহমান, মোহাম্মদ জমির, সাইদ আব্বাস, নজরুল বাবু, সোয়েব মাহমুদ, হায়দার কবির প্রিন্স, ফারুক খান, নুরুল আলম, আব্দুল আলিম স্বপন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সোহেল, একরাম, মো. হাসান, মো. ইকবাল সহ ক্রীড়া দলের সদস্য ও সাবেক খেলোয়াড়রা।

রাউজান পৌরসভা ওয়ার্ড বিএনপি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় চট্টগ্রাম০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজানে দোয়া ও মিলাদ মাহফিল করেছে রাউজান পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল রবিবার বিকেলে রাউজান গহিরা চৌমুহনী চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন শাহেদুল হাসান সুমন, জীবন খন্দকার ও নেজামুদ্দিন। এতে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি নেতা মিয়াজী, জাহাঙ্গীর, আনিসুজ্জামান সোহেল, রহিম চৌধুরী, শুকার্ণ চৌধুরী, হোসেন চৌধুরী, কামরুল হাসান কচি, জাকির হোসেন চৌধুরী, মোঃ সালাউদ্দিন, রাউজান পৌরসভার যুবদল নেতা শাহজাহান শাহিল, মোঃ রেওয়াজ, মোঃ সোহেল, মোহাম্মদ আরিফ, মোঃ রিয়াজ, মোঃ সোহাগ, নুরুল আফসার মন্নান। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহাদাত মির্জা, মোহাম্মদ আলী সুমন ও মোঃ রাশেদ। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তসলিম উদ্দিন, মোঃ রাসেল খান, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ চয়ন ও মোহাম্মদ জমির প্রমুখ। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ড্যাব : ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গতকাল বাদে জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চমেক কেন্দ্রীয় মসজিদের ইমাম। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সহ সভাপতি ও চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, চমেক সাধারণ সম্পাদক ডা. মো. ফয়েজুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম লিটন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. এস এম সারোয়ার আলম, সহ সভাপতি ডা. আনিসুল হোসেন বাবুল, চমেক শাখার কোষাধ্যক্ষ ডা. এস এম মাহতাবুল ইসলাম, ডা. মো. জামাল উদ্দীন, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. মো. ঈসা চৌধুরী, ডা. মো. ইমরোজ উদ্দীন, ডা. শামীম আল মামুন, ডা. রিফাত কামাল রনি প্রমুখ।

৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ২ জানুয়ারি বাদ জুমআ পাথারঘাটা মধুবেপারী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ সবুর, প্রবীণ বিএনপি নেতা মোজাম্মেল হক বাচ্চু, নগর বিএনপির সাবেক সদস্য রফিকুল হাসান মিনু, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসান, সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহেদুল হক শাহেদ, জসিম উদ্দিন, শাহ আলম, সদস্য খাইরুল বশর, আসিফ ইকবাল জনি, শহীদুল হক আরজু, মোঃ দিদার, মুহাম্মদ ইব্রাহিম, শাহাদাত হোসেন নাবিল, আবু তৈয়ব, মোহাম্মদ ফারুক, ইউনুস হাওলাদার, মোহাম্মদ মুছা, মুহাম্মদ রেদোয়ান, ইদ্রিস হোসেন, লোকমান হাকিম, মুহাম্মদ ইউনুস কারিগর, মুহাম্মদ আকবর, মোঃ সাইম, মুহাম্মদ জাহাঙ্গীর, নাঈম ফয়সাল, ইশতিয়াক উদ্দিন, আরিফ ইকবাল সানি, তারেক ইকবাল, আব্দুল জলিল রিপন, জামাল উদ্দিন, মাঈনুদ্দিন সাগর, মেহেদী হাসান সাইমুন, মুহাম্মদ হাসান, মুহাম্মদ ইব্রাহিম, মিনহাজ নেওয়াজ রাতুল, আবু রনি, সাদমান আল জাফরী, মুহাম্মদ রায়হান, জাহিদুল ইসলাম জিসান, জাহিনুল ইসলাম জাহিন সহ অসংখ্য নেতৃবৃন্দ, এলাকাবাসী ও এছাড়া অত্র মসজিদের মুসল্লি। উক্ত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা পাথারঘাটা মধুবেপারী জামে মসজিদের খতিব অধ্যক্ষ সাইফুল ইসলাম আলকাদেরী।

.জে খাঁন ফাউন্ডেশন : সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে এ.জে খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও এ.জে খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খাঁন সবুজ। অনুষ্ঠানে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত ইমামদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা বেলাল খানের সভাপতিত্বে ও এ.জে খাঁন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রণব দাশ, মহিউদ্দিন ইসলাম, এনামুল হক, মিজান চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ সতীর্থদের বন্ধু সম্মিলন
পরবর্তী নিবন্ধআদর্শ ও মানবিক সমাজ গঠনে ইসলামী ফ্রন্ট কাজ করে যাচ্ছে