পটিয়ার ধলঘাট নিবাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর প্রয়াত পি কে ভট্টাচার্যের সহধর্মিনী বিভা রাণী ভট্টাচার্য গত ২ অক্টোবর দুপুর ২ টায় লন্ডনের বার্মিংহাম সিটির গুড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি দুই পুত্র, দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। স্বর্গীয় বিভা রাণী ভট্টাচার্য ছোট মেয়ে ডা. কান্তা ভট্টাচার্যের সাথে বার্মিংহামে থাকতেন। তাঁর শেষকৃত্য ধর্মীয় মর্যাদায় বার্মিংহামে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিভা রাণী ভট্টাচার্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত অধ্যাপক পুলিন দে’র ছোট বোন। প্রেস বিজ্ঞপ্তি।