বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিস করছেন সিভিল সার্জন কার্যালয়ে

দপ্তরের ১২ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের এক সহকারী পরিচালকসহ মোট ১২ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত। কয়েকদিন আগে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনা শনাক্তের পর থেকে এসব কর্মকর্তা-কর্মচারী আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। এদিকে, একই সাথে উল্লেখযোগ্য সংখ্যক স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় নগরীর সিনেমা প্যালেসের পার্শ্ববর্তী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের একটি ফ্লোর (৪র্থ তলা) সাময়িক বন্ধ রাখা হয়েছে।
৭ তলা ভবনটির ৪র্থ তলায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস কক্ষ। বিভাগীয় পরিচালকের অফিস কক্ষসহ ওই ফ্লোরটি এখন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে দাপ্তরিক দায়িত্ব পালনে আন্দরকিল্ল্লা জেনারেল হাসপাতাল সংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ে বসে অফিস করছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

রোববার (গতকাল) থেকে সিভিল সার্জন কার্যালয়ে বসেই অফিস করছেন বলে নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির আজাদীকে বলেন, আমার অফিসের বেশ কয়জন স্টাফ করোনায় আক্রান্ত। তাই অফিসের ফ্লোরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ভবনের অন্যান্য ফ্লোরে দাপ্তরিক কার্যক্রম ও সেবা চলমান রয়েছে।
নিজে ইতোমধ্যে একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, যার কারণে সতর্কতার অংশ হিসেবে নিজ অফিস কক্ষের পরিবর্তে সিভিল সার্জন কার্যালয়ে বসে দাপ্তরিক দায়িত্ব পালন করছি। আপাতত তাঁকে সিভিল সার্জন কার্যালয়েই পাওয়া যাবে বলেও জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধএকটি মৃত্যু ঘিরে রহস্য
পরবর্তী নিবন্ধগৃহ নির্মাণ ঋণের তথ্য জমা দিলে কর আদায়ে ছাড়