বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য কামরুন নাহার বেগম। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সাবেক বিভাগীয় স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। আইনজীবী কামরুন নাহার বেগম রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাশ এলাকার মৃত আইনজীবী নুরুচ্ছফা তালুকদারের স্ত্রী। খবর প্রেস বিজ্ঞপ্তির।












