বিভাগীয় সিরিজ রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশ (এসিপিবি) এর যৌথ আয়োজনে, বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সহযোগিতায় বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট সিজেকেএস কনভেনশন হলে গতকাল ৩০ আগষ্ট শনিবার শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সাইদুল ইসলাম মীর (ইবেন মীর) এবং চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান। প্রধান বিচারক ও ফিদে আরবিটর প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপিবি সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন, সহসভাপতি আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক খাইরুল আলম, সিজেকেএস দাবা কমিটির সাবেক সহ সভাপতি রাকিবুল ইসলাম সাচ্চু, সিসিপিএ সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, ক্রীড়া সংগঠক আলী কায়সার, জাহাঙ্গীর আলম, তানজিলা তুন নুর, নুরুল আমিন প্রমুখ। ৫ দিনব্যাপী টুর্নামেন্টটি ৮ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ৭জন টাইটেল দাবাড়ু, ৮৪জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ সারাদেশের ১১৪জন দাবাড়ু এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতায় প্রথম দিনে সাকলাইন সাজিদ, আবদুল মালেক, আহমেদ ফিরোজ, গোলাম মোস্তফা, এনায়েত হোসেন, আহমেদ হোসেন মজুমদার, মাইনুদ্দিন আহমেদসহ মোট ৫২জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জয় লাভ করেন। আজ সকাল ১০টায় ৩য় রাউন্ড ও বিকাল ৩.৩০টায় ৪র্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জামায়াতের যুব বিভাগ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ২ হাজার, সর্বোচ্চ ৬৯ হাজার!