বিভাগীয় সমাবেশে ‘গণঅভ্যুত্থানের’ প্রকাশ ঘটবে : ফখরুল

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বিএনপির আসন্ন বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগমে ‘জনগণের অভ্যুত্থানের’ প্রকাশ ঘটবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপের পর তিনি সাংবাদিকদের বলেন, আমাদের প্রত্যাশা জনগণের একটা অভ্যুত্থান হবে; এই সমাবেশগুলোর মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে। জনগণ আসবে এসব সমাবেশে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাব। খবর বিডিনিউজের।
গত ২৭ সেপ্টেম্বর বিএনপি দেশের সব বিভাগে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করে, যার প্রথমটি হচ্ছে চট্টগ্রামে। আজ বুধবার বিকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের সেই সমাবেশে প্রধান অতিথি থাকবেন ফখরুল। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায় ও ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ হবে। দেশের সব বিভাগে গণসমাবেশের পর ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং দলীয় কর্মী- ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে এই কর্মসূচি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ
পরবর্তী নিবন্ধগণতন্ত্রের পথে না এলে পালানোর অলিগলিও খুঁজে পাবেন না : কাদের