বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড,চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তাকর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ১০ জানুয়ারি শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ সকাল ৮.৩০টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হবে।

একই দিন বিকাল ২.৩০টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হবে। ক্রীড়ানুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার,চট্টগ্রাম বিভাগ ড. মো. জিয়াউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটারদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধসুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ