বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু

| শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলেমেয়েদের নিয়ে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ১৩ মে শুক্র ও আগামীকাল ১৪ মে শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টা হতে প্রতিযোগীদের হিট গ্রহন শুরু হবে। আগামীকাল শনিবার সকাল ৮.৩০টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হবে। একই দিন বিকেল ৪টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড,চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ড. নাহিদ রশীদ। সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার,চট্টগ্রাম বিভাগ মো. আশরাফউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজ সফরে হেরাথকে পাবে না বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশতভাগ দর্শক থাকবেন চট্টগ্রামের মাঠে