বিভাগীয় ফুটবল এসো’র মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট ২৮ নভেম্বর শুরু

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:১২ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট আগামী ২৮ নভেম্বর শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ও বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা সমুহ। এই টুর্নামেন্টের স্পন্সর করছে এস. আলম গ্রুপ। সম্প্রতি টুর্নামেন্টের স্পন্সরশিপের চেক হস্তান্তর অনুষ্ঠান নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি শামসুল হক চৌধুরী এমপি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান পি. এস আকিজ উদ্দীন, এস আলম গ্রুপের ম্যানেজার (প্রশাসন) ও কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.এম. হোসাইন রানা, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাশেদুল আলম মামুন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু, ১৫ আগষ্টে নিহত সকল শহীদ, জাতীয় চারনেতা, সকল শহীদ মুক্তিযোদ্ধা, করোনা মহামারিতে প্রয়াত সকল জাতীয় নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকদের আত্নার মাগফেরাত কামনা করে নিরবতা ও দোয়া কামনা করা হয়। সভায় হুইপ শামসু্‌ল হক চৌধুরী বলেন ২০২০ সাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। আর এ জন্মশতবার্ষিকী স্মরণযোগ্য করে রাখতে বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ার সপ্তাহ সেরা ১০ ফুটবলারের তালিকায় বাংলাদেশের সাদ উদ্দিন
পরবর্তী নিবন্ধসাকিবের নিরাপত্তায় সশস্ত্র রক্ষী