বিভাগীয় পাসপোর্ট অফিসে বিশেষ সেবা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

নগরের ডবলমুরিং চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার (৮ আগস্ট) সকাল থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে অফিসে সেবা নিতে আসা শিশু ও নারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এতে দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের গেইট দিয়ে প্রবেশের সময় ফুল দিয়ে শিশু ও নারীদের বরণ করে নেন পরিচালক মো. আবু সাঈদ, সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ ও সুপারিন্টেন্ডেন্ট জান্নাতুল মাওয়া।
সীতাকুণ্ড থেকে আসা সায়রা বেগম বলেন, বাড়ি থেকে পাসপোর্ট করতে এসে দেখলাম- বড় কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করছেন। অফিসে ফাইল জমা দেওয়ার পর দ্রুত ছবি তুলতে পেরেছি।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানুষকে আরো দুর্ভোগে ফেলে দিয়েছে
পরবর্তী নিবন্ধআউটডোরের আদলে মিলছে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা