বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম এর বাস্তবায়নে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনার, চট্টগ্রাম বিভাগ ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম (সার্বিক) নুসরাত সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী। এই সময় উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সদস্য আলী আকবর, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন। মোট ২২টি জেলা দলের অংশগ্রহনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী দিনের ১ম খেলায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ, চাঁদপুর ৩ ১ গোলে সোনাপুর কলেজ, নোয়াখালীকে, ২য় খেলায় কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ, কুমিল্লা ৩ ১ গোলে বি এম ইনিস্টিউট, রাঙ্গামাটিকে পরাজিত করে। দিনের ৩য় খেলায় দত্তপাড়া ডিগ্রী কলেজ, লক্ষীপুর ওয়াকওভার লাভ করে মহেশখালী কলেজ, কঙবাজার এর বিরুদ্ধে। বাছাই পর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় মাঠে নামতে পারেনি মহেশখালী কলেজ, কক্সবাজার। দিনের ৪র্থ ও শেষ ম্যাচে রাঙ্গুনিয়া সরকারী কলেজ, চট্টগ্রাম ৭০ গোলের বড় ব্যবধানে আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজ, ফেনীকে পরাজিত করে। টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন মোহাম্মদ গোলাম মাওলা, সহকারী পরিচালক সিভাসু, মো. জামাল হোসেন খান।

পূর্ববর্তী নিবন্ধচুনতি ডট কম ম্যারাথন আগামী ২৬ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে