বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের নবগঠিত ৬১ সদস্যের কমিটির নাম ঘোষণা ও পরিচিতি সভা আজ বৃহস্পতিবার নগরীর নাসিমন ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি এ এস এম জামাল উদ্দিন (রানা)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি মো. আজম উদ্দিন, সহ–সভাপতি নজরুল ইসলাম মাছুম, সাধারণ সম্পাদক মো. মফিজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আজিম রাসেল, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক রাজিব হোসেন রুবেল, জিয়াউর রহমান জিয়া, রেজাউর রকমান চৌধুরীসহ নব কমিটির সকল সদস্য।
সভায় বক্তারা বলেন, বর্তমানে শ্রমিকদের নানাধরনের দমন পীড়ন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে সড়ক পরিবহন শ্রমিক দলের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে। তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে প্রতিটি জেলায় সংগঠনকে শক্তিশালী করা হবে। সভাপতি এ এস এম জামাল উদ্দিন রানা তার বক্তব্যে বলেন, “আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকব। রাজনৈতিক প্রেরণা ও সংগঠনের শক্তি দিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে বিজয় অর্জন করবো।” প্রেস বিজ্ঞপ্তি।