চট্টগ্রাম বিভাগের নবাগত কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. কামরুল হাসান। গত ৬ জুন সকালে তিনি বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মৌলভীবাজার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। তিনি উপ-সচিব ও যুগ্ম সচিব হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং যুগ্ম সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ময়মনসিংহ বিভাগের কমিশনার ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।