করোনা আক্রান্ত বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও তাদের পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের উদ্যোগে নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন। এসময় সারা দেশে যে সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারের সদস্য অসুস্থ আছেন তাঁদের জন্য ও দোয়া-মুনাজাতসহ রোগমুক্তি কামনায় করা হয়। করোনায় ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী ছৈয়দ, আবদুর রাজ্জাক, সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম, কুতুব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সবুর, সৈয়দ আবদুল গনি, মোহাম্মদ আমিন, শহীদুল ইসলাম দুলু, ওসমান গনি, আলী আজগর, মুক্তিযোদ্ধা সংসদ সংসদ সন্তান কমান্ডের মো. সরওয়ার আলম চৌধুরী মনি, ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, শাহেদ মুরাদ সাকু, মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, আশরাফুল হক চৌধুরী, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ আরমান উদ্দিন, জয়নুদ্দিন জয়, আরাফাতুল মান্নান ঝিনুক, জামাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।