বিভাগীয় কমিশনারকে ওমরগণি এমইএস কলেজের বিদায় সংবর্ধনা

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৩৬ অপরাহ্ণ

বিভাগীয় কমিশনার ও ওমরগণি এমইএস কলেজ গভর্নিং বডির সভাপতি এ বি এম আজাদকে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিদায় সংবর্ধনা সভা গত ৩০ মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওমরগণি এমইএস কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য দেন, এস এম জাকের হোসাইন, উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী, শিক্ষক প্রতিনিধি সদস্য তহমিনা আকতার, বাহার উদ্দিন মো. জোবায়ের, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ নুরুল আমিন, শিক্ষক শাহানা ইয়াসমিন, ববি বড়ুয়া প্রমূখ। বিদায়ী সভাপতি এ বি এম আজাদ বলেন, ওমরগণি এমইএস কলেজ শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে, কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে শিক্ষা ও দেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম কলেজের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখায় কমিশনারকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোর্ড অব ট্রাস্টির অনলাইন বৈঠকে একধাপ এগিয়ে থাকার আশাবাদ সদস্যদের
পরবর্তী নিবন্ধজাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫ থেকে ১৯ জুন