চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি হওয়ায় উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্প্রতি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান এ. কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা সভাপতি চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা পরিষদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ বিদায়ী বিভাগীয় কমিশনার কামরুল হাসান চট্টগ্রামে সুচারুভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও তিনি দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।