বিভাগীয় রোভার মেট কোর্স সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও জেলা রোভারের ব্যবস্থাপনায় ৪দিনব্যাপী বিভাগীয় কোর্স ফর রোভার মেট গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। কোর্স লিডার অধ্যক্ষ মো. নুরুল আফসারের সভাপতিত্বে মহাতাঁবুজলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান এস এম আতিকুল ইসলাম লতিফী। প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. ফারুক আহম্মদ। কোর্সের প্রশিক্ষক মোহাম্মদ এনামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি অধ্যাপক মো. দুলাল হোসেন, জেলা রোভারের এডহক কমিটির সদস্য আফজর রহমান, মিরসরাই কলেজ গভর্নিং বডি সদস্য অধ্যাপক মো. নিজাম উদ্দিন, জেলা রোভারের এডহক কমিটির সদস্য মো. জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন কোর্সের প্রশিক্ষক অধ্যাপক মো. আবু তাহের, . জাকির হাওলাদার, অধ্যাপক মো. আবদুল মতিন, ফজিলাতুন্নেছা ডলি, মাহাবুব আলম, মো. সাইদুল ইসলাম, লাবিব মো. ত্বকি, আসমা আক্তার বীণা, জিনাত সুলতানা, খালেদা আক্তার, পাভেল মহাজন প্রমুখ। প্রধান স্কাউট ব্যক্তিত্ব বলেন, সুন্দর রাষ্ট্র বিনির্মানে রোভার স্কাউটরা অগ্রনী ভূমিকা পালন করতে পারে, প্রশিক্ষণের মাধ্যমে রোভার স্কাউটরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে। কোর্সে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সরকারি,বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক, প্রশিক্ষানার্থীসহ ৭৫জন অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ইএলএল মাস্টার্স শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধশাহ দৌলতিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ