বিভাগীয় পর্যায়ে ৬দিন ব্যাপী মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসবের উদ্বোধন

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি

| শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

শিল্পচর্চার মাধ্যমে মনস্তাত্ত্বিক মুক্তি ও স্বতঃস্ফূর্ততা পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহীদ মুনীর চৌধুরীকে স্মরণ করে প্রথম বারের মতো মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব২০২৫ আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, বান্দরবান, কুমিল্লা ও জেলা শিল্পকলা একাডেমিসহ মোট ১১টি জেলার শিল্পকলা একাডেমির পরিবেশনায় ৬দিন ব্যাপী নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি জেলাশিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জুলাই২৪ গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহিদ মো. ওয়াসিম আকরামের পিতা মো. শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আবুল বাশার মো. জিয়াউল হক ভুঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমাম হোসাইন মাস্টার সিরাজ সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা কাল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়ে গরুর মৃত্যু