বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল আজ

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধুবঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ছেলেদের বিভাগে ৪টি এবং মেয়েদের বিভাগে ৪ টি খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দিনের ১ম খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর মডেল সপ্রাবির বালিকা দল ৯০ গোলে কঙবাজার জেলার নয়াপাড়া সপ্রাবিকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের পক্ষে সামিয়া হ্যাটট্রিক করে। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। এছাড়া শ্রাবন্তি আকতার ২টি, নুরুন্নাহার, রুমানা ইসলাম, ফাহিমা এবং সানিয়া প্রত্যেকে ১টি গোল করে। দিনের ২য় খেলায় খাগড়াছড়ি জেলার বড়পাড়া সপ্রাবি ৫১ গোলে লক্ষ্মীপুর জেলার আব্দুল গোফরান পাটোয়ারী সপ্রাবিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে তৃষ্ণা ২টি গোল করে। দিনের তৃতীয় খেলায় রাঙ্গামাটি জেলার পানছড়ি সপ্রাবি ৬১ গোলে বান্দরবান জেলার নাইদারী পাড়া সপ্রাবিকে পরাজিত করে ৩য় দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে নমিতা চাকমা হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। টুর্নামেন্টে এ পর্যন্ত ৭ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে পাহাড়ী এই খুদে ফুটবল জাদুকর। বালিকা বিভাগে দিনের শেষ খেলায় কুমিল্লা জেলার খিরাইকান্দি ইমাম উদ্দিন সপ্রাবি ৩১ গোলে নোয়াখালী জেলার পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সপ্রাবিকে পরাজিত করে সর্বশেষ দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে আফরিন আক্তার ২টি এবং ইজমা ১টি গোল করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় ব্রাহ্মণবাড়িয়া ও কঙবাজার জেলা দলের নির্ধারিত সময়ের খেলা ১১ গোলে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সপ্রাবি ৮৭ গোলে কঙবাজার জেলার মহেশখালী মডেল সপ্রাবিকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দিনের দ্বিতীয় খেলায় চাঁদপুর জেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি ৩০ গোলে রাঙ্গামাটি জেলার ইসলামপুর সপ্রাবিকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে নুরুন্নবী ২টি ও রায়হান চকিদার ১টি গোল করে। তৃতীয় খেলায় চট্টগ্রাম জেলার জালিয়াঘাটা সপ্রাবি ১০ গোলে বান্দরবান জেলার আলীকদম আদর্শ সপ্রাবিকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দলের পক্ষে গোলটি করে মোবারক হোসেন। দিনের শেষ খেলায় কুমিল্লা জেলার ঝলম সপ্রাবি ও নোয়াখালী জেলার ওছখালী আলীয়া মডেল সপ্রাবি এর মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ২২ গোলে অমিমাংসিত হলে টাইব্রেকারে কুমিল্লা জেলা ৪১ গোলে নোয়াখালী জেলাকে পরাজিত করে সর্বশেষ দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময়ের খেলায় নোয়াখালী জেলার পক্ষে আদিল মাহমুদ রুহান ২টি ও কুমিল্লা জেলার পক্ষে মো. রামিম রহমান ও রিপাত হোসেন ১টি করে গোল করে। আজ সকাল ৯টা ও ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধআমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি : মোস্তাফিজ