পদত্যাগের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ হাফিজুর রহমান। গতকাল বৃহষ্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমনিুল ইসলামের বরাবরে লিখিত এক পদত্যাগ পত্রে হাফিজুর রহমান লিখেছেন গত ১৯ জানুয়ারী জাতীয় ক্রীড়া পরিষদ কতৃক গঠিত চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক ক্যাটাগরীতে তাকে সদস্য মনোনীত করা হয়। গত ২৩ জানুয়ারী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৩.২ মোতাবেক এডহক কমিটির কার্যক্রমের সময়সীমা ৯০ দিন। সে হিসেবে ২৩ এপ্রিল এডহক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। এই সময়ের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এডহক কমিটির বিদায় নেওয়ারও কথা। কিন্তু গঠনতন্ত্রের নির্দেশনা অনুযায়ী এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনও গঠিত হয়নি এব নির্বাচন অনুষ্ঠানের কোন পদক্ষেপও গ্রহণ করা হয়নি। এমতাবস্থায় পরবর্তী আইনী জটিলতা এড়াতে তিনি স্বেচ্ছায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগ পত্র গ্রহণের জন্য তিনি জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের কাছে অনুরোধ জানান।