রাঙ্গামাটি–কুমিল্লা ঘুরে অবশেষে জমকালো আয়োজনে কক্সবাজারে পর্দা নামছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর। আজ রোববার বিকেল ৩ টায় জেলা স্টেডিয়ামে চূড়ান্ত শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক কক্সবাজারের মুখোমুখি হবে শক্তিশালী কুমিল্লা জেলা দল। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ।
এদিকে জমজমাট ফাইনাল আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের তত্ত্বাবধানে কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পুরো সৈকত শহর এখন উৎসবমুখর হয়ে উঠেছে। মাইকিং, মোড়ে মোড়ে নানা রঙের ব্যানার–ফেস্টুনে রঙ্গিন হয়ে উঠেছে শহর। জানা গেছে ফাইনাল ম্যাচের আগে দর্শকদের আনন্দে ভাসাতে স্টেডিয়ামে থাকছে নাচ–গানসহ বৈচিত্রময় নানা আয়োজন।
উল্লেখ্য বিভাগের ১১ জেলা দল নিয়ে দুটি জোনে ভাগ হয়ে গেল ২৪ এপ্রিল রাঙ্গামাটিতে যাত্রা শুরু হয় বহু প্রতীক্ষিত এই প্রতিযোগিতার। সেই জোন থেকে চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে ওঠে কক্সবাজার। অপর দিকে ২৮ এপ্রিল শুরু হওয়া কুমিল্লা জোনে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক জেলা দল। অবশেষে সৈকত নগরে এসে উভয় জোনের দুই চ্যাম্পিয়ন দল চূড়ান্ত শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে। ফাইনালের প্রস্তুতি সম্পর্কে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ রিটন জানান, শেষ ম্যাচটিকে স্মরণীয় ও উপভোগ্য করতে সম্ভাব্য সব আয়োজনই সম্পন্ন করা হয়েছে। নিরপেক্ষ ম্যাচ পরিচালনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় নিযুক্ত করা হয়েছে ফিফা রেফরি। তিনি নানা সীমাবদ্ধতার মধ্যেও তিন শহরে এরকম অনন্য আয়োজনে সহযোগিতার জন্য দর্শক–সংগঠকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।