চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে চট্টগ্রাম জেলা দল। এই টুর্নামেন্টে সফলভাবে দল পরিচালনার জন্য দলের দল নেতা নির্বাচন করা হয়েছে সাবেক ক্রীড়াবিদ, তরুন ক্রীড়া সংগঠক সৈয়দ মোহাম্মদ তানসিরকে। তরুন এই ক্রীড়া সংগঠক এরই মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ক্রিকেট কমিটির সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এই তরুণ ভাল করার লক্ষ্য ঘোষণা করেন। চট্টগ্রামের ফুটবলের আগের সেই জৌলুস ফিরিয়ে আনতে তরুনদেরকেই গড়ে তুলতে চান তিনি। কারন নিচে থেকে ফুটবলার তুলে আনতে না পারলে ফুটবলের মান উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। অনূর্ধ্ব–২০ বছর বয়সী এই ফুটবলারদের নিয়ে ভাল কিছু করারও স্বপ্ন দেখেন তিনি। আশা করা হচ্ছে তার নেতৃত্বে যে দল খেলবে টুর্নামেন্টে সেটি চট্টগ্রামের জন্য ভাল কিছু বয়ে আনবে।