উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ ও জেলার উদ্যোগে গতকাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী প্রমুখ। সৌজন্য সাক্ষাতে বিভাগীয় কমিশনার বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী, কার্যকর ও স্বাবলম্বী করা বর্তমান সরকারের একটি অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, সংবিধানের আলোকে সব অঞ্চলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিশ্চিত করা আবশ্যক। প্রেস বিজ্ঞপ্তি।