বিভক্তি নয় দেশের স্বার্থে ঐক্যই হোক শক্তি

তাওহীদুল ইসলাম নূরী | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

১৯৭১ সালের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪ বছর পার করে ৫৫তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। দীর্ঘ সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি। লাখো শহীদের রক্তার্জিত এই স্বাধীনতার সুফলকে টেকসই করার জন্য প্রয়োজন শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও সর্বস্তরের মানুষের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সদিচ্ছার বিকাশ। কিন্তু দুঃখজনক সত্য যে, স্বাধীনতার এত দশক পরও দেশের রাজনীতি অনেকক্ষেত্রে দ্বন্দ্বসংঘাত, বিভাজন, সহিংসতা ও বৈরিতায় আবর্তিত হয়। একটি শ্রেণির রাজনৈতিক স্বার্থের কারণে সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়ে বার বার। স্বাধীনতার পর যত সাংবিধানিক কাঠামো বদলানো হয়েছে, তার কোনো পরিবর্তনই এখন পর্যন্ত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে পারেনি, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা।

দেশের মানুষ চায় শান্তি, চায় নিরাপত্তা, চায় রাজনৈতিক স্থিতিশীলতা। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই প্রত্যাশা পূরণে এখনও পুরোপুরি সক্ষম হইনি। বিশ্ব রাজনীতির বর্তমান অস্থির পরিবেশে বাংলাদেশকে অনেক সাবধানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সিদ্ধান্তগুলো নিতে হবে। সীমান্তে, অভ্যন্তরীণ নিরাপত্তায়, আর্থসামাজিক খাতসহ সর্বত্র নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, যুদ্ধ, সাইবার হুমকি, মাদকঅস্ত্র পাচারসহ নানা সংঘাত আমাদের উপরও অনেক সময় চাপ সৃষ্টি করছে। এমন সময়ে রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি।

বিজয়ের ৫৫তম বছরে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে দেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি আমাদের প্রতিটি নাগরিকেরই দায়িত্ব। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ এবং ভিন্ন চিন্তা থাকতে পারে, এটি গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য। কিন্তু দেশের স্বার্থে সবাইকে একই জায়গায় এসে দাঁড়াতে হবে। ঘৃণা, সহিংসতা, উসকানি আর বিভাজন দিয়ে কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিশীল ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে ঐতিহ্য, মূল্যবোধ, শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করতে হবে। ৭১ কে সামনে রেখে বিজয়ের ৫৫ তম বছরে এই হোক আমাদের একমাত্র অঙ্গীকার যে, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখব। তবেই, বিজয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্ন চট্টগ্রাম নগরী চাই
পরবর্তী নিবন্ধশীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াই