বিভক্তির রাজনীতি পরিহার করে ঐক্যকে শক্তিশালী করতে হবে

১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয় সভায় নজরুল ইসলাম

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে দেওয়ানবাজারস্থ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদ হাদীসহ জুলাই আন্দোলনের সকল শহীদের হত্যাকারীরা আজও বিচারের বাইরে রয়ে গেছে। এই নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে সুষ্ঠু বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে।

জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমে গণভোট আয়োজন করে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে হবে। ইনসাফের বাংলাদেশ গড়তে হলে বিভক্তির রাজনীতি পরিহার করে নির্বাচনী ঐক্যকে শক্তিশালী করতে হবে। এগার দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে কাজ করবে। তাই তিনি আসন্ন নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের মহানগর সভাপতি অধ্যাপক খুরশীদ আলম, নেজাম ইসলাম পার্টির মহানগরী আমির মাওলানা জিয়াউল হোসাইন জিয়া, এনসিপির মহানগর যুগ্ম সমন্বয়ক জোবায়ের হোসাইন, এলডিপির মহানগর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, এবি পার্টির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, জাগপার মহানগর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, লেবার পার্টির মহানগর সভাপতি আলা উদ্দিন, জামায়াতে ইসলামী মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, খেলাফত মজলিসের মুহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সেক্রেটারি মাওলানা রিদুয়ান আহমদ ওয়াহেদ, নেজাম ইসলাম পার্টির অ্যাডভোকেট নেজাম উদ্দিন, এলডিপির জাফর আহমদ চৌধুরী, এবি পার্টির অ্যাডভোকেট আবুল কাশেম, লেবার পার্টির মহানগর আফসার উদ্দিন, এনসিপির মহানগর যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনউদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামিটের আজিজ খানকে দুদকে তলব
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ