চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম মিলনায়তনে বিবেকানন্দ বৈদিক গুরুকুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক সেবাশ্রমের সহ–সম্পাদক কৃপারূপানন্দজী মহারাজের সভাপতিত্বে গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন জীবানন্দজী মহারাজ। প্রধান অতিথি ছিলেন হরপদানন্দ মহারাজ। প্রধান বক্তা ছিলেন পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন মানস দাশগুপ্ত, শিমুল দে, পাঁপড়ি দাশ। বক্তব্য রাখেন পলাশ কান্তি রায়, শক্তিপদ রক্ষিত ও অ্যাড. ফুলন কান্তি রায়। স্নেহা মিত্রের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিমলী বর্ধন, প্রসারী ভট্টাচার্য্য ও ভূমিকা দাশ। প্রধান অতিথি বলেন, গুরুকুল হলো বৈদিক যুগ থেকে প্রচলিত হয়ে আসা বিদ্যাজ্ঞান অর্জন করার প্রাতিষ্ঠানিক রূপ। শিশু–কিশোরদের ছেলেবেলা হতে ধর্ম ও নীতিজ্ঞান শিক্ষা দেয়া উচিত। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












