বিবিসি’র মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া

| সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সিরিয়া সরকার পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) বাতিল করেছে। সিরিয়ার তথ্যমন্ত্রণালয় বলেছে, বিবিসি পেশাদারিত্বের মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। সমপ্রতি বিবিসি’র একটি প্রতিবেদনে বলা হয়, অ্যামফেটামিন ধরনের মাদক ক্যাপটাগন বাণিজ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আলআসাদের পরিবার জড়িত। বিবিসি নিউজের আরবি ভাষার সংস্করণ গতমাসে একটি অনুসন্ধানী প্রতিবেদনে মাদক ব্যবসায় আসাদের পরিবারের পাশাপাশি সিরিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষ সদস্যদেরও জড়িত থাকার কথা বলা হয়। খবর বিডিনিউজের। সিরিয়ার সরকার এর আগে মাদক বাণিজ্যে তাদের কোনও ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তবে বিবিসি বলছে,তারা পক্ষপাতহীন,স্বাধীন সাংবাদিকতা করছে। সত্যকে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক আবহ ঘিরে মানুষের সঙ্গে বিবিসি কথা বলে বলে দাবি করেছে গণমাধ্যমটি। ওদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)ক্যাপটাগন মাদক উৎপাদন ও রপ্তানির জন্য সিরীয় সরকারকে দোষারোপ করেছে এবং প্রেসিডেন্ট আসাদের স্বজনদেরকেই মূল হোতা হিসাবে দায়ী করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৫৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধলস এঞ্জেলেসের বাইরে প্রাইভেট জেট বিধ্বস্ত নিহত ৬