মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কয়েকদিনের মধ্যে ব্রিটিশ সমপ্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন এবং তার ভাষণ সম্পাদনার জন্য করা মামলায় তিনি ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ ৫০০ কোটি ডলার পর্যন্ত চাইতে পারেন। প্যানোরামা তথ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের দেওয়া ওই ভাষণ ভুলভাবে সম্পাদিত করায় এরই মধ্যে ক্ষমা চেয়েছে বিবিসি, তবে তারা বলেছে–এর জন্য ক্ষতিপূরণের কোনো আইনি ভিত্তি নেই। খবর বিডিনিউজের।
২০২১ সালের ওইদিন ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটলে হামলা চালিয়েছিল। বিবিসির সম্পাদিত ভাষণ দেখলে মনে হবে, ট্রাম্পই ওই হামলা উসকে দিয়েছিলেন। আদতে মূল ভাষণে তিনি সেরকম উসকানিমূলক কিছুই বলেননি, রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন। ৬ জানুয়ারির ওই ভাষণ সম্পাদনাসহ পক্ষপাতজনিত নানান অভিযোগে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ব্রিটিশ সমপ্রচারমাধ্যমটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সঙ্কটেও ফেলেছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্পের আইনজীবীরা এর আগে বিবিসিকে তার তথ্যচিত্রটি প্রত্যাহারে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেয়, নয়তো অন্তত ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হবে বলে জানায়। তারা সমপ্রচারমাধ্যমটিকে ক্ষমাও চাইতে বলে এবং তাদের ভাষায় ট্রাম্পের মর্যাদা ও অর্থনৈতিক মারাত্মক ক্ষতির জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ চায়। ভুলক্রমে ট্রাম্পের বক্তৃতা সম্পাদনা করা হয়েছে বলে স্বীকার করে নেওয়া বিবিসি বৃহস্পতিবার ক্ষমা প্রার্থনা করে ট্রাম্পকে চিঠি পাঠায়। তারা আর তথ্যচিত্রটি পুনঃপ্রচার করবে না বলেও জানায়। তবে তারা এ ভুলের জন্য ক্ষতিপূরণ দিতে রাজি নয়। আমরা তাদের বিরুদ্ধে ১০০ কোটি থেকে শুরু করে ৫০০ কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ মামলা করবো। মামলাটি সম্ভবত আগামী সপ্তাহেই হবে, শুক্রবার ফ্লোরিডা দিয়ে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। আমার মনে হয় আমরা এটা (মামলা) করা উচিত। এমনকী তারা নিজেরাই জালিয়াতি করার কথা স্বীকার করে নিয়েছে। তারা আমার মুখ থেকে বেরিয়ে আসা কথা বদলে দিয়েছে, বলেছেন তিনি। এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এখনো কথা হয়নি বলেও জানান ট্রাম্প।












