বিবিসি’র দিল্লি-মুম্বাই কার্যালয়ে আয়কর কর্মকর্তাদের তল্লাশি

| বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫১ পূর্বাহ্ণ

ভারতের দিল্লি ও মুম্বাইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন কর কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত তথ্যচিত্র যুক্তরাজ্যে সমপ্রচারের কয়েক সপ্তাহ পর মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়। অফিসে উপস্থিত থাকা সংবাদকর্মীদের মোবাইল ফোন জমা নিয়ে তারপর তল্লাশি চালিয়েছেন কর্মকর্তারা। কেনো আচমকা অভিযান চালানো হল তা স্পষ্ট নয়। বিবিসি’র কর্মীরা বলছেন, আয়কর জরিপের অংশ হিসেবে ভারতের কর বিভাগের কয়েক ডজন কর্মকর্তা দিল্লির বিবিসি কার্যালয় পরিদর্শন করেছেন। খবর বিডিনিউজের।

তবে কর্মকর্তারা স্থনীয় গণমাধ্যমে বলেছেন, ভারতে বিবিসি’র ব্যবসায়িক কর্মকাণ্ডে কর ফাঁকির তদন্তের আওতায় অভিযান চালানো হয়েছে। বিবিসি’ও তাদের কার্যালয়ে তল্লাশি অভিযান চলার বিষয়টি নিশ্চিত করে জানিয়ে এক বিবৃতিতে বলেছে, তারা কর্তৃপক্ষের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতির সমাধান হয়ে যাবে বলে তারা আশা করছে।

বিবিসি’র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোশ্চেন’ শীর্ষক তথ্যচিত্রটিকে কেন্দ্র করে ভারতে রাজনীতি উত্তপ্ত হয়েছে। ভারতজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে তথ্যচিত্র। তথ্যচিত্রটি বিতর্কিত কাহিনী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বানানো অপপ্রচার বলে আখ্যা দিয়েছে ভারত সরকার। ফলে তথ্যচিত্রটি কেবল যুক্তরাজ্যের টিভিতে সমপ্রচারিত হলেও ভারত সরকার স্যোশাল মিডিয়ায় এর শেয়ার ঠেকানোর চেষ্টা করেছে। সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্যচিত্রটি তুলে নেওয়ার নির্দেশ দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। টুইটার, ইউটিউবকেও এ সংক্রান্ত সব টুইট এবং ভিডিও মুছে ফেলতে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধমিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
পরবর্তী নিবন্ধ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন নিকি হ্যালি