নগরীর বিবিরহাটে অবৈধ ওষুধের গোডাউনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. হারুন নামের ব্যবসায়ীর গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ এবং ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়। অভিযান শেষে অবৈধ ওষুধের ব্যবসায়ী মো. হারুনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম, এনএসআই চট্টগ্রামের সহকারী পরিচালক মো. হেলাল অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরহাট এলাকার অবৈধ ওষুধের গোডাউনে অভিযান চালানো হয়। অবৈধ ওষুধের ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে মো. হারুন নামের এক ব্যক্তিতে আটক করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। আটক হারুনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।












