বিবাহবার্ষিকীর পোস্ট দেওয়ার ১ ঘণ্টা পর সড়কে যুবলীগ নেতার মৃত্যু

আজাদী অনলাইন | রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ৪:১০ অপরাহ্ণ

রোববার বেলা ১১ টার দিকে নিজের ফেসবুক ওয়ালে ১৩তম বিবাহবার্ষিকীর পোস্ট দিয়েছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল হোসেন সেলিম। ঠিক ১ ঘণ্টা পরেই তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।

আজ (১৭ এপ্রিল) বেলা ১২টার দিকে রাস্তা পারাপারের সময় তিশা প্লাটিনাম নামের গাড়ির ধাক্কায় জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের এই নেতার মৃত্যু হয়েছে। তার বাড়ি জোরারগঞ্জ থানাধীন নন্দনপুর গ্রামে।

মৃত্যুর ১ ঘণ্টা আগে দেওয়া পোস্ট এখন কেবলই স্মৃতি। যেই পোস্টটির কমেন্ট এখন ভরে গেছে তার বুন্ধ-বান্ধব ও আত্মীয়স্বজনদের নানা স্মৃতিচারণায়।

পোস্টে নিহত রবিউল হোসেন সেলিম লিখেন, ‘দেখতে দেখতে আজ বিবাহিত জীবনের ১৩ টি বসন্ত পুরে গেলো। কিন্তু আমার কাছে মনে হয় এইতো সেদিন যেনো শুভ পরিণয় হয়েছিলো আমার ও প্রিয়তম তোমার।
প্রিয়তম, তুমি এই সংসার ও আমার জন্য অনেক করে যাচ্ছো, আজকের এই দিনে তোমাকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক কৃতজ্ঞতা।’

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী গাড়ির ধাক্কায় রবিউল হোসেন সেলিমের মৃত্যু হয়। গাড়িটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর ইংরেজি বিভাগে বই প্রকাশনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধজব্বারের বলীখেলা হবে জেলা পরিষদ চত্বরে