নদীর পাড়ের খেলার মাঠ
শান বাঁধানো পুকুর ঘাট,
না ঘুমানোর দুপুর বেলা
ক্ষেত্রপালের চৈত্র মেলা,
হারিয়ে গেল কোন সুদূরে?
হৈ হুল্লোড় মাতামাতি
শিমের ঝোঁপে চড়ুইভাতি,
এক্কাদোক্কা বন্ধু সনে
কানামাছি ফুল বাগানে,
পিছন ডাকে করুণ সুরে।
স্কুল বেলা পালিয়ে যাওয়া
মায়ের হাতে প্রহার খাওয়া
বানের জলে ডুব সাঁতার
পিদিম জ্বলা আলো আঁধার,
চিত্র ভাসে মন মুকুরে।
কলের দাপট কালের দোষে
শৈশব কাটে দেয়াল ঘেঁষে
মনের দুয়ার বন্ধ করে
বিশ্ব চেনার বায়না ধরে,
মনুষ্যত্ব খাচ্ছে খুঁড়ে।
সরলতার জীবন যাপন
নির্মলতার অটুট বাঁধন
ভরে উঠুক কলরবে
মুক্ত হোক মানুষ সবে
আদিম সময় আসুক ফিরে।







