বিপ্লব উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধ না করলে আইনগত ব্যবস্থা

মানববন্ধনে হুঁশিয়ারি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

নগরের বিপ্লব উদ্যানে নতুন করে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানানো হয়েছে।

গতকাল শনিবার সকালে উদ্যান চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এবং চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র এই মানববন্ধনের আয়োজন করে। আগামী তিন দিনের মধ্যে নতুন অবকাঠামো তৈরির কাজ বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি জানানো হয় মানববন্ধন থেকে।

বক্তারা বলেন, দেশের ঐতিহ্য, কৃষ্টিকে ধ্বংস করে উন্মুক্ত স্থানে বাণিজ্যিক অবকাঠানো নির্মাণ সম্পূর্ণ অবৈধ। জনপ্রতিনিধি বা সিটি কর্পোরেশনের মেয়রকে জনগণ চেয়ারে বসিয়েছে চট্টগ্রামের পার্ক কিংবা উন্মুক্ত স্থান দখল করে ইটকংক্রিটের স্থাপনা নির্মাণের জন্য নয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার চট্টগ্রাম সমন্বয়ক মনিরা পারভিন, ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সদস্য সফিক আনোয়ার, মো. মোর্শেদ ও রাশেদুল আজিজ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাবার চল্লিশার দিন পুকুরে ডুবে মারা গেল মেয়ে