বিপ্লব উদ্যানের সৌন্দর্য বর্ধন প্রসঙ্গে

| মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে উন্মুক্ত স্থানে হাঁটা বসার জন্য পার্ক আছে হাতে গোনা দু’তিনটা মাত্র। জাতিসংঘ পার্কটি পরিত্যক্ত অবস্থায় আছে দীর্ঘদিন ধরে। ২নং গেইট মোড়ে চলার পথে একটু সময় কাটানোর ছোট্ট এক চিলতে স্থান বিপ্লব উদ্যান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পার্কটিকে সৌন্দর্য বর্ধনের জন্য পূনর্বিন্যাসের কাজ করেন। কিছু কাজ করার পর অসমাপ্ত অবস্থায় পড়ে আছে প্রায় চার বছর ধরে।
এদিকে পার্কের এক পার্শ্বে তড়িঘড়ি করে দোকানঘর তৈরি করে দেন। সেখানে এখন ফাস্টফুডের রমরমা ব্যবসা চলছে। পার্কে বসে গল্প করা বাতাস খাওয়া একটু হাঁটাহাঁটি করার কোনো পরিবেশ নেই। এটা এখন সম্পূর্ণ ফুড মার্কেটে পরিণত হয়েছে। পার্কের মাঝখানের অংশটা দুই বছর যাবত ঘেরা দিয়ে রাখা হয়েছে। সেখানে সুদৃশ্য পানির ফোয়ারাটি নষ্ট হয়ে আছে। বিপ্লব উদ্যানের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ায় প্রবীণ ভ্রমণ পিপাসু লোকজনের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আশা করি কর্তৃপক্ষ পার্কের বাকী কাজ পরিসমাপ্ত করে নবীন প্রবীণদের সময় কাটানোর জন্য উন্মুক্ত করার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সুকান্ত দেবনাথ
নাসিরাবাদ,
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাশিম : অখণ্ড স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা
পরবর্তী নিবন্ধমানুষ হয়ে ফিরবো