চুক্তি বর্হিভূত হওয়ায় নগরের বিপ্লব উদ্যানে সৌন্দর্যবর্ধণ প্রকল্পের আওতায় নির্মিত দোতলার দোকান ভেঙে দেয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কারণ দর্শানো নোটিশের জবাবে গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে চুক্তিবহির্ভূত হওয়ার বিষয়টি তুলে ধরেন চসিকের আইনজীবীরা।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রশাসক খোরশেদ আলম সুজনসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত। এতে বিপ্লব উদ্যানে কেন ‘অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রচার করা হবে না’ তা জানাতে পাঁচদিনের সময় দেয়া হয়। বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ইজারাদার স্টাইল লিভিং আর্কিটেক্টসের চেয়ারম্যান মিজানুর রহমানের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। এদিকে গতকাল সিটি কর্পোরেশনের পক্ষে শোকজের জবাব দেয়া হলেও প্রস্তুতি নেই উল্লেখ করে সময় চেয়েছেন বাদীপক্ষ। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন এ বিষয়ে বলেন, আমরা শোকজের জবাব দিয়েছি। বলেছি, চুক্তিবর্হিভূত হওয়ায় অপসারণ করা হচ্ছে। কিন্তু বাদীপক্ষ তো আসেইনি। তারা সময় চেয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর চসিকের সাথে স্টাইল লিভিং আর্কিটেক্টস লিমিটেড ও রি ফর্ম এর সাথে বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধনে ২০ বছরের জন্য চুক্তি হয়। গত ২৫ আগস্ট পরিদর্শনে যান চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। তখন তিনি সৌন্দর্যবর্ধণ প্রকল্পে চুক্তির শর্ত লঙ্ঘণের প্রমাণ পাওয়ায় চুক্তিবহির্ভূত স্থাপনা অপসারণ না করা পর্যন্ত ইজারাদার প্রতিষ্ঠানকে সেখানে নির্মিত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। এরপর গত ২৭ সেপ্টেম্বর চুক্তির শর্ত লঙ্ঘণ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ করা এক সারি বসার স্থান (দোকানের সামনে) ভেঙ্গে দিয়েছে চসিক পরিচালিত ভ্রাম্যমাণ। ১ অক্টোবর দোতলায় নির্মাণ করা দোকানও ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত।