বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের মানববন্ধন

| রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে গত ১৩ জুন বোয়ালখালীর ৫নং সারোয়াতলী ইউনিয়নের জাগ্রত বাংলা ভাস্কর্যের সম্মুখে ‘গাছের কফিন’ নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন উত্তম কুমার সেন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আক্কাস উদ্দীন, মোহাম্মদ রাসেল প্রমুখ। পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক বলেন, বৃক্ষের চারা রোপনের চাইতে বৃক্ষ হত্যা বন্ধ করা অধিক বেশি গুরুত্বপূর্ণ। মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে বৃক্ষের অবদান অপরিমেয়। সারাদেশে যেভাবে গণহারে বৃক্ষ হত্যা চলছে সে অমানবিক কাজ থেকে মানুষের বিবেক বোধকে জাগ্রত করার লক্ষ্যে আমরা ‘গাছের কফিন’ নিয়ে প্রতিকী মানববন্ধন করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলে প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র চট্টগ্রাম বিভাগের সভ