বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে : এমপি মোতাহের

| রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ইতিহাসের প্রয়োজনে বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে। বিপ্লবী মাতা সাবিত্রী দেবীর বাড়িতে ১৯৩২ সালে সংঘটিত সম্মুখযুদ্ধে বিপ্লবী নির্মল সেন ও বিপ্লবী অপূর্ব সেন দেশের জন্য যে আত্মত্যাগ করেন তা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি নুতন প্রজন্মকে বিপ্লবীদের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। তিনি প্রজন্মের জন্য সাবিত্রী দেবীর বসতভিটাসহ বিপ্লবীদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি জানান। তিনি গত ১৪ জুন ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে বিপ্লবী সূতিকাগার ঐতিহাসিক ধলঘাট যুদ্ধ দিবস উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী।

প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রঘুনাথ চক্রবর্তী, কৃষ্ণা চক্রবর্ত্তী, বিশ্বজিৎ দেব, ইউপি সদস্য রনধীর চক্রবর্তী, ইউপি সদস্য জুয়েল নাথ পাপ্পু, সাব্বির আহমেদ, বরুণ পালিত। শুরুতে অতিথিবৃন্দ বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘরের ‘বর্ষাবরণ’ উদযাপন
পরবর্তী নিবন্ধখাদ্য সংকটের মধ্যে সেন্টমার্টিনে ২৩০০ পরিবারকে চাল সহায়তা