বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি’র সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বন্দর ভবন সংলগ্ন বিপিসির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি বলেন, বিপিসির অধীনস্থ পদ্মা, মেঘনা, যমুনা ও ইস্টার্ণ রিফাইনারীতে এতদিন ধরে বীর মুক্তিযোদ্ধার সন্তান বা পরিবারের সদস্যদের চাকুরি কেন হয়নি তা খতিয়ে দেখব এবং আগামীতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।