অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত জুলাই থেকে দৈনিক ৮০০ টাকা মজুরি, ঈদ বোনাস ও বৈশাখী ভাতাসহ মোট ৫ দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করছে বিপিসির অধীনস্থ অস্থায়ী দৈনিক ভিত্তিক মজুরিতে কাজ করা শ্রমিকেরা। দাবি না মানলে এই কর্মসূচি থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকালে নগরের পতেঙ্গার পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। তাদের সাথে যুক্ত হয় যমুনা ও মেঘনা অয়েলের কিছু অস্থায়ী শ্রমিক। পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড (পিএলসি) শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, সরকার আমাদের দাবি মেনে নিলেও কর্তৃপক্ষ মানছে না। আর কতদিন কম মজুরিতে কাজ করবো আমরা। দাবি মেনে না নিলে অচিরেই কঠোর আন্দোলনে নামবে শ্রমিকরা। উক্ত অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি টিপু, নাজিম, মামুন, ফেডারেশনের সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েলসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।












