বিপিসির অধীনস্থ অস্থায়ী শ্রমিকদের অবস্থান কর্মসূচি

৫ দফা দাবি

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে দৈনিক মজুরী ৮০০ টাকা, ঈদ বোনাস, চাকরি স্থায়ীকরণ, বৈশাখী ভাতাসহ মোট ৫ দফা দাবিতে গেল ১৪দিন ধরে টানা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদ। এসময় তারা পদ্মা, মেঘনা, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টান রিফেইনারীসহ স্ব স্ব প্রতিষ্ঠানে প্রতিদিন দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। গতকাল রবিবার সকালে নগরের পতেঙ্গা থানাধীন ইস্টার্ন রিফেইনারী, এলপি গ্যাস, পদ্মা, মেঘনা, যমুনাসহ স্ব স্ব প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করে উক্ত প্রতিষ্ঠানসমুহের প্রায় ৮০০ এর বেশী শ্রমিক। পরে তারা প্রধান উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা ও জ্বালানি সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিপিসির অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার, সালাউদ্দিন, মামুনুর রশিদ, দেলোয়ার হোসেন। এতে পরিষদের সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, সামপ্রতিক অর্থ মন্ত্রণালয় নীতিমালা ২০২৫ মজুরি ৮০০ টাকা দেওয়ার কথা উল্লেখ থাকলেও এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। তবে কেন ৫ আগস্ট ছাত্র জনতা, শ্রমিকদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ গড়ার পরও বৈষম্যের শিকার হচ্ছে তেল সেক্টরে কর্মরত অস্থায়ী শ্রমিকেরা। এতে আরো বক্তব্য রাখেন ওয়াহিদুল আলম বাবলু, কফিল উদ্দিন, ফয়সাল আহম্মদ, মনিরুজ্জামানসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে পিন্টু হত্যা : ১২ ঘণ্টার মধ্যে মূলহোতা দিলুসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম