বিপিএল সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী। শেষ ওভারে ১১ রান দরকার ছিলো সিলেটের জয়ের জন্য। রাজশাহীর হয়ে বোলিং করেন বিনুরা ফার্নান্দো। ৫ বলে ৩ রান দেওয়ার পর টানা দুটি ওয়াইড দেন বিনুরা। ফলে শেষ বলের সমীকরণ দাঁড়ায় ১ বলে ৬। কিন্তু কোনো অঘটন ঘটেনি। রুয়েল মিয়াকে বোল্ড করে ৫ রানের জয় আদায় করেন তিনি রাজশাহীর হয়ে। গতকাল শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে রাজশাহী ওয়ারিয়র্স।

৯ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চূড়ায় উঠেছে রাজশাহী। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম রয়্যালস দুইয়ে, ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে সিলেট। প্রাথমিক পর্বে সিলেটের শেষ ম্যাচ ছিল এটিই। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে আছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে সিলেট। মিরপুরে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুতেই দুই ওপেনারকে হারালেও শান্তমুশফিকদের দুর্দান্ত ব্যাটিয়ে ভালো সংগ্রহের দিকেই এগোতে থাকে রাজশাহী। কিন্তু শান্তমুশফিকদের বিদায়ের পর মন্থর হয় রানের গতি। ফলে ভালো সংগ্রহ পায়নি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিক। অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৩০ রান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ১৬, জিমি নিশাম ১২ ও সাহিবজাদা ফারহান ১৪ রান করেন। বাকিরা দশের ঘর স্পর্শ করতে পারেননি। রান তাড়া করতে নেমে ভালো জয়ের দিকেই ছিল সিলেট টাইটানস। কিন্তু লোয়ার মিডল অর্ডারদের ব্যর্থতায় সহজ ম্যাচটাও জিততে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংসটি খেলেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান করেন মুমিনুল হক। আর ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ২৭ রান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রিপন মণ্ডল। বিনুরা ফার্নান্দো পেয়েছেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী ব্লাড ব্যাংকের ১০ম বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ২ ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা