বিপিএল দিয়ে শুরু তারুণ্যের উৎসব

মাসকাট ‘ডানা ৩৬’ উন্মোচন

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মাসকাট ‘ডানা ৩৬’ আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়েছে। দুইদিকে ডানা প্রসারিত করে একটি পায়রা দাঁড়িয়ে আছে। রঙিন সেই পায়রাটি যেন তারুণ্যের মূর্ত প্রতীক। গতকাল সকালে ঢাকার একটি হোটেলে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকাট ‘ডানা ৩৬’। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএলের আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনার অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র উদ্যোগে গতকাল অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে তারুণ্যের উৎসব ২০২৫ এর লোগো এবং আসন্য বিপিএলের অফিসিয়াল মাসকাট ‘ডানা ৩৬’ উন্মোচন করেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন এবং রাষ্ট্রসংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। শোককে শক্তিতে রূপান্তর করার জন্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক স্লোগান নিয়ে আয়োাজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। যা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছর ৮ ফেব্রুয়ারী পর্যন্ত।’ বিসিবি ছাড়াও এই আয়োজনে সম্পৃক্ত থাকবে সরকারের আরো ৭টি মন্ত্রণালয়। ‘ডানা ৩৬’ মাসকটটি সামপ্রতিক ছাত্রজনতার আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। পায়রার আকৃতির ৩৬ টি রঙিন পালকবিশিষ্ট এই মাসকটটি শান্তি স্থিতিস্থাপকতা এবং জাতির শক্তি ও ঐক্যের প্রতীক। পায়রাটির উভয় পাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬ জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্রজনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুন, জাহানারা আলম, ফুটবলার তপু বর্মন, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, কায়সার হামিদসহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন খেলা দেখতে এসে দর্শকরা অনুদান দিতে পারবেন জুলাই ফাউন্ডেশনে। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’। দর্শকদের সম্পৃক্ত করে আরও অনেক আয়োজন ও বিনোদনও এবার থাকছে। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এবার বিবিএল’র সব টিকেট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। মিউজিক ফেস্টের অধীনে বিপিএল’র তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিনটি কনসার্ট আয়োজন করা হবে। বিপিএল চলাকালীন প্রতি শুক্র ও শনিবার আটটি করে ছেলে ও মেয়েদের ফুটবল ম্যাচ আয়োজন করা হবে। এছাড়া অনূর্ধ্ব১৫ ন্যাশনাল কাপও এ সময় আয়োজিত হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তামিম!
পরবর্তী নিবন্ধনেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ