বিপিএল চট্টগ্রাম পর্বে থাকছে পলিথিন বিরোধী ক্যাম্পেইন

ইমাম ইমু | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নির্দেশনা না মেনে অবাধে চলছে পলিথিনের ব্যবহার। পলিথিনের ব্যবহার, উৎপাদন ও বাজারজাতকরণ কোনো কিছুই বন্ধ নেই। সুপারশপ থেকে শুরু করে দোকানপাট, কাঁচা বাজার এবং ভ্রাম্যমাণ দোকান সবখানেই পলিথিনের ব্যবহার হচ্ছে। গত ১ নভেম্বর পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে সারাদেশে একযোগে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এর পরিবর্তে পাট, কাপড়ের ব্যাগ বা পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে বলা হয়। গত ১ অক্টোবর সুপারশপগুলোতে পলিথিন ব্যবহার বর্জন করতে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেটিও পুরোপুরি মানা হচ্ছে না। নির্দেশনা দেওয়ার পর কিছুদিন অভিযান চালাতে দেখা গেছে। এরপর এটা নিয়ে তেমন মাতামাতি নেই। তবে পলিথিন নিয়ে প্রতিদিন সচেতনতামূলক অভিযানের পাশাপাশি মাসে কয়েকটা ক্যাম্পেইন করা হচ্ছে বলে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম সূত্রে জানা গেছে। সচেতনতা হিসাবে বাজারে বাজারে লিফলেট বিতরণ, বিনা টাকায় পাটের বা পরিবেশবান্ধব ব্যাগ বিতরণসহ নানা কার্যক্রম করা হচ্ছে। জনে জনেও সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন পরিবেশ অধিদপ্তর। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএল চট্টগ্রাম পর্বে ‘আর নয় পলিথিন, শূন্যবর্জ্যে গড়বো সুদিন’ প্রতিপাদ্যে পলিথিন বিরোধী একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের গ্যালারির একটা অংশে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নিয়ে এ ক্যম্পেইন করা হবে। এরপর সেটা মূল্যয়ন করে সেরাদের পুরস্কৃত করা হবে।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরীন আজাদীকে বলেন, পলিথিনের বিরুদ্ধে আমাদের সচেতনতামূলক অভিযান চলমান রয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশ মতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জেলা প্রশাসনের সমন্বয়ে প্রতি সপ্তাহে একটি করে ভ্রাম্যমাণ আদালত রাখা হবে। শীঘ্রই পলিথিন ব্যবসায়ী, দোকানী এবং সাধারণ মানুষদের নিয়ে একটি সেইটহোল্ডার বৈঠক হবে। এতে পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হবে। আসন্ন বিপিএল চট্টগ্রাম পর্বে পলিথিনের বিরুদ্ধ একটি সচেতনতামূলক ক্যাম্পেইন হবে।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে সেই কলম ভেঙে দেব : হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী নিবন্ধগুজবের কারণে পাচার, নিধনে বিপন্ন তক্ষক