বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ ভালোভাবেই প্রস্তুতি সেরে নিচ্ছে। এদিকে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলতে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একই দিনে ঢাকা এসেছেন লঙ্কান অলরাউন্ডার ইসুরু উদানাও। ঢাকার হয়ে এবারের লিগে খেলবেন দেশের ক্রিকেটের তিন তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজা।
ঢাকার স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন ও আন্দ্রে রাসেল।