বিপিএলে শততম ছক্কার রেকর্ড গড়লেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

সেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর আর ক্রিকেটে ছিলেন না তামিম। লম্বা সময় পর বিপিএল দিয়ে ফিরেছেন ক্রিকেটে। গত ২০ জানুয়ারী রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেন বিপিএলে। সে ম্যাচে করেছিলেন ৩৫ রান। এরপর এরই মধ্যে খেলে ফেলেছেন নয়টি ম্যাচ। কিন্তু প্রথম হাফ সেঞ্চুরিটা পেলেন গতকাল ঢাকার বিপক্ষে। আর গতকালই খেললেন এবারের বিপিএলের সর্বোচ্চ ইনিংসটি। আলাউদ্দিন বাবুকে ছক্কা মারতে গিয়ে আউট হন ৭১ রান করে। গতকাল চারটি ছক্কা মেরেছেন তামিম। যার প্রথমটিতে তিনি ছুঁয়ে ফেলেন বিপিএলে একশ ছক্কার মাইলফলক। বাংলাদেশের প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন টুর্নামেন্টের সবগুলো আসর খেলা বাঁহাতি ওপেনার।

মাইলফলক ছোঁয়ার ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে তামিম খেলেছেন ৪৫ বলে ৭১ রানের ইনিংস। আগের ম্যাচগুলোতেও ভালো শুরু পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। আট ম্যাচের চারটিতে খেলেছেন ত্রিশ ছোঁয়া ইনিংস। তিনটিতে ছুঁয়েছেন চল্লিশের ঘর। কিন্তু প্রতিবার ফিফটিতে পা রাখতে ব্যর্থ হয়েছেন তামিম। নিজ শহরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে তিনি মিটিয়েছেন সেই আক্ষেপ। এই ইনিংস আরও বড় করার সুযোগ ছিল তামিমের সামনে। আলাউদ্দিনের বলে যখন আউট হন তিনি, তখনও ইনিংসের ছয় ওভারের বেশি বাকি। আউট হওয়ার আগের বলেও বাউন্ডারি মেরেছিলেন। আরেকটু দেখেশুনে খেললে হয়তো তিন অঙ্কেও যেতে পারতেন বরিশাল অধিনায়ক। তামিমের শুরুটা অবশ্য ছিল বেশ সাবধানী। প্রথম চার ওভারে ১৩ বলে তিনি করেন ৬ রান। পঞ্চম ওভারে আরাফাত সানি আক্রমণে আসতেই যেন চকচক করে ওঠে তামিমের চোখ। বাঁহাতি স্পিনারের বলে মারেন একটি চার এবং একটি ছক্কা।

ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে বিপিএলে একশ ছক্কা পূর্ণ হয় তামিমের। তার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এই কীর্তি আছে শুধু ক্রিস গেইলের। ৫২ ইনিংসে ক্যারিবিয়ান তারকার ছক্কা ১৩৭টি। তামিমের ৯৭ ইনিংসে ১০৩টি। বিপিএলে ছক্কার তালিকায় তামিমের খুব কাছে মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। ১০৮ ইনিংসে ইমরুলের ছক্কা ৯৭টি। মুশফিকের ১১৩ ইনিংসে সমান ৯৭টি। এছাড়া নব্বইয়ের বেশি ছক্কা আছে কেবল মাহমুদউল্লাহর ১০৭ ইনিংসে ৯৪টি। ইনিংসের একাদশ ওভারের প্রথম বলে এক রান নিয়ে ৩৪ বলে ক্যারিয়ারের ৪৭তম হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম। পরে এসএম মেহেরব হাসানের বলে আবার মারেন ছক্কা ও চার। পরের ওভারেই তাকে থামান আলাউদ্দিন। ততক্ষনে মাইলফলক স্পর্শ করা হয়ে গেছে তামিমের।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত মাদ্রাসায় ছাত্রদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধতামিমের ব্যাটে স্বস্তির জয় বরিশালের