বিপিএলে বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে এবার মুখ খুললেন সোহান

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

এবারের বিপিএলে চারছক্কার বন্যা বয়ে যাচ্ছে। যা দেখে দর্শকরা বেশ খুশি। আর দর্শকরা এমনই দেখতে চায় টিটোয়েন্টি ক্রিকেটে। তাইতো এবারের বিপিএল দেখে গ্যালারিতে তাদের উৎফুল্ল হওয়ার চিত্র দেখা যায় প্রায় প্রতি ম্যাচেই। বাউন্ডারির দৈর্ঘ্য ছোট করে দেওয়াকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে সিলেট পর্বে আপত্তি জানিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এবার বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে মুখ খুললেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে বাউন্ডারির দৈর্ঘ্য আদর্শ হওয়া উচিত। এই উইকেটকিপারব্যাটার বলেন আমার মনে হয়, বাউন্ডারির দৈর্ঘ্য অবশ্যই আদর্শ মাপে থাকা উচিত। যেহেতু টিটোয়েন্টি ম্যাচ, হাই স্কোরিং খেলা, সীমানায় আউট হওয়ার ঝুঁকিটা বেশিই থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত খেলা হয় ৬৫৭০ মিটার বাউন্ডারিতে। কিন্তু ঢাকা ও সিলেট পর্বে খেলা হয় ৫৮৬০ মিটারের বাউন্ডারিতে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধপটিয়ায় এবিটস ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সিটিজেন পার্ক ফুটবল একাডেমি