বিপিএলে বরিশালে খেলবেন তামিম

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

বিপিএলে গত দুই বছর সাকিব আল হাসান খেলেছিলেন বরিশালের পক্ষে। এই টুর্নামেন্টের আগামী আসরে দলটিতে থাকছেন না তিনি। সাকিবের খেলার কথা রয়েছে রংপুর রাইডার্সের হয়ে। ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। গতকাল শনিবার জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। পুরোনো পরীক্ষিত বন্ধু তামিমকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তিনি বলেন ধন্যবাদ তামিমকে ফরচুন বরিশালে আবার যোগ দেওয়ার জন্য। তিনি আমাদের পুরোনো পরীক্ষিত বন্ধু। আমি আশা করি ২০২৪ সালে আমরা ভালো একটা দল গঠন করতে পারবো। তামিম তার নেতৃত্ব দেবে। বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম। কিন্তু তার দল খেলতে পারেনি প্লে অফে। দলে থাকলেও নেতৃত্ব দেননি আন্তর্জাতিক টিটোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান। এখন অবধি এই ফরম্যাটে ২৪৮ ম্যাচ খেলে ১১৯.৭৪ স্ট্রাইক রেট ও ৩২.০৮ গড়ে ৭১৮৮ রান করেন তামিম।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধনারীদের বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ