বিপিএলে ট্রফি জিততে চান চট্টগ্রামের মির্জা তাহির বেগ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। দলের এই জয়ে বড় অবদান রাখেন পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগ। নিজের প্রথম ম্যাচেই দারুণ এক ফিফটি হাঁকান বেগ। ৬৯ বলে করেছেন ৮০ রান। ফর্মে থাকা এই ব্যাটার জানান, বিপিএলে চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য। গতকাল রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বেগ বলেছেন, বিপিএল এসে ক্রিকেট উপভোগ করছেন তিনি। টুর্নামেন্টে নিজ দলকে চ্যাম্পিয়ন বানানোর স্বপ্নও দেখছেন তিনি, ‘আমরা চেষ্টা করছি ভালো ম্যাচ খেলার, ভালো পারফর্ম করার এবং (ট্রফি) জেতার।’ ‘অনেক ভালো করে প্রস্তুতি নিচ্ছি। আমাদের কম্বিনেশন ভালো। ভালো কিছু বিদেশিও আসছে। (তারা আসলে) দলের ভারসাম্যটা আরও ভালো হবে।’যোগ করেন তিনি। পরের ম্যাচে বেগের দলের প্রতিপক্ষ তারকা সমৃদ্ধ দল রংপুর রাইডার্স। এ ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘আসলে এগুলো ম্যাটার করে না। আমাদের নিজেদের ভালো খেলাটা খেলতে হবে। নির্দিষ্ট দিনে কীভাবে খেলছেন এটাই আসল কথা। আমাদের প্রস্তুতি ভালো আছে। অনুশীলন করছি। আশা করি ভালো করতে পারব। পরিস্থিতি বুঝে নিজেদের সেরাটা দিতে হবে। আমরা অনেক আত্মবিশ্বাসী।’

পূর্ববর্তী নিবন্ধঅনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন পেসার শরিফুল
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টে একরাম মিন্টুর সাফল্য